10th International Yoga Day: প্রবল ঠান্ডায় পীর পাঞ্জাল রেঞ্জে একাগ্র চিত্তে যোগাভ্যাস ভারতীয় সেনাবাহিনীর (দেখুন ভিডিও)

Indian Army at Pir Panjal range on yoga day Photo Credit: Twitter@ANI

আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। দেশজুড়ে অতি উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস। সকাল হতেই যোগ দিবস পালনে গোটা ভারত মেতে ওঠে। প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা,বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শীর্ষ স্তরের নেতাদের যোগাভ্যাস করতে দেখা যায়। বাদ পড়েনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।বরফে ঢেকে গিয়েছে উপত্যকা। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। সেই অবস্থাতে দেশের উত্তর প্রান্তের সর্বোচ্চ পীর পাঞ্জাল রেঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে দেখা যায় তাঁদের। দেখুন সেই ছবি-