Encounter Started In Bandipora: কাশ্মীরে জঙ্গি 'খতমে' নেমেছে সেনা, বন্দিপোরায় লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকে খতম করল বাহিনী, আহত ২ জওয়ান

J-K Encounter (Photo Credit: X/Screengrab)

দক্ষিণের পর এবার উত্তর কাশ্মীর (Jammu And Kashmir)। বন্দিপোরার (Bandipora) কুলনার বাজ়িপোরায় লুকিয়ে রয়েছে জঙ্গিদের একটি দল। এই খবর পেতেই শুক্রবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে বন্দিপোরায় সেনা বাহিনীর একের পর এক গাড়ি গিয়ে হাজির হতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় গোলাগুলি। জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে, পালটা জবাব দেয় সেনা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত, বন্দিপোরার পাহাড়, জঙ্গিদের ছোঁড়া গুলিতে সেনা বাহিনীর ২ জওয়ান আহত হয়েছেন। সেই সঙ্গে লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকে খতম করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত দক্ষিণ কাশ্মীরের পহেলগামের (Pahalgam Terrorist Attack) বৈসরণ ভ্যালিতে ২৬ জন পর্যটককে নির্বিচারে হত্যা করে জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে হামলার পর থেকেই গোটা কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা বাহিনী। পুলওয়ামায় যেমন এক লস্কর জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়  তেমনি বন্দিপোরায় লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকেও খতম করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Let Terrorist House Destroyed Video: রাগে ফুঁসছে গোটা দেশ, পহেলগামে হামলায় জড়িয়ে খুনি জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল, দেখুন ভিডিয়ো

দেখুন বন্দিপোরায় জঙ্গি নিকেশ করতে হাজির ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা...

 

আলতাফ লালিকে খতম করে সেনা বাহিনী...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement