Howrah-Mumbai Mail Derailment: খেলনা গাড়ির মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ট্রেনের কামরা, হাওড়া-মুম্বই রেল দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখুন

দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে বহু এক্সপ্রেস ট্রেন এদিন বাতিল করতে হয়েছে।

Howrah-Mumbai Mail Derailment (Photo Credits: X)

Howrah-Mumbai Mail Derailment:  খেলনা গাড়ির মত এদিন ওদিক পড়ে রয়েছে আস্ত এক্সপ্রেসের কামরাগুলো। তবে দুমড়ে মুচড়ে নয়। লাইনচ্যুত হয়ে। আর সেই কারনেই রক্ষা পেয়েছে শ'য়ে শ'য়ে যাত্রীর প্রাণ। তবে মৃত্যুর সংখ্যা একেবারে এড়ানো যায়নি। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ হাওড়া-মুম্বই সিএসএমটি মেল (Howrah-CSMT Express) ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়। পরপর ১৮টি কামরা লাইনের বাইরে বেরিয়ে যায়। তার মধ্যে ১৬টি যাত্রীবাহী কামরা। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে বহু এক্সপ্রেস ট্রেন এদিন বাতিল করতে হয়েছে। রেললাইন জুড়ে রেলগাড়ির কামরার ছড়িয়ে ছিটিয়ে থাকার একটি দৃশ্য উঠে এসেছে সমাজমাধ্যমে।

আরও পড়ুনঃ কেন্দ্রের উদাসীনতা আর কত দিন? হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হওয়ায় তোপ মমতার

ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের কামরা, দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)