Holi Of Flowers: ভগবান শ্রীকৃষ্ণের শহর মথুরার রামনরেতির গুরুশারানন্দ আশ্রমে খেলা হল ফুলের হোলি (দেখুন ভিডিও)

হাতে আর মাত্র ৭দিন, রঙের উৎসবে মাতোয়ারা হবে গোটা দেশ। হোলির শুভ আগমন উপলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের শহর মথুরার রামনরেতিতে অবস্থিত গুরুশারানন্দের আশ্রমে প্রতি বছরের মত এবছরও ফুলের হোলি খেলা হয়েছে।

Flower Holi at Mathura Photo Credit: Twitter@airnews_lucknow

হাতে আর মাত্র ৭দিন, রঙের উৎসবে মাতোয়ারা হবে গোটা দেশ। হোলির শুভ আগমন উপলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের শহর মথুরার রামনরেতিতে অবস্থিত গুরুশারানন্দের আশ্রমে প্রতি বছরের মত এবছরও ফুলের হোলি খেলা হয়েছে। এই সময় দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত ফুলের হোলির আনন্দ উৎসবে মেতে ওঠেন। এই সময় দেখা যায় সকলকে ফুল দিয়ে হোলি খেলতে। এছাড়া এ সময় গুলাল ও তেসু ফুল দিয়ে তৈরি রংও ব্যবহার করা হয়। এ সময় ভক্তরা রাধা-কৃষ্ণ গোপিনী সেজে রাসলীলাও মঞ্চস্থ করে। যা সবাই উপভোগ করেছে

@airnews_lucknow

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)