Holi 2023: রাসায়নিক মুক্ত দোল উৎসব এবার মথুরায়, কারাগারের বন্দীদের হাতে তৈরি হচ্ছে এবার ভেষজ আবির

সারা বিশ্ব থেকে মথুরা-বৃন্দাবনের হোলি চাক্ষুস করতে সেখানে এই সময় পৌঁছে যান বহু মানুষ। এবার সেই উৎসবকে রাসায়নিক মুক্ত করতে মথুরার কারাগারের বন্দীরা অগ্রণী ভূমিকা নিয়েছে।

Herbal Gulal by Mathura prisnor Photo @ians_india

আর দিন কয়েক পরেই দোলপূর্ণিমা। পুরাকাল থেকে আমাদের দেশে মহাসমারোহে পালন হওয়া এই দিনটি নিয়ে উত্‍সাহের অন্ত নেই। তবে গোটা দেশের থেকে দোল উত্‍সব বিশেষ চেহারায় ধরা পড়ে মধুরা ও বৃন্দাবনে। সারা বিশ্ব থেকে মথুরা-বৃন্দাবনের হোলি চাক্ষুস করতে সেখানে এই সময় পৌঁছে যান বহু মানুষ। এবার সেই উৎসবকে রাসায়নিক মুক্ত করতে মথুরার কারাগারের বন্দীরা অগ্রণী ভূমিকা নিয়েছে।  ব্রজ এলাকায় হোলির জন্য পরিবেশ বান্ধব ভেষজ রং তৈরি করেছেন মথুরা জেলা কারাগারের ছয়জন বন্দী। এবার সেই রঙে রাঙ্গা হয়ে উঠুক মথুরা।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now