Highest Peaks On Each Of 7 Continents: ৭টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করে নতুন নজির সৃষ্টি করল ১৭ বছরের ছাত্রী কাম্য কার্তিকেয়ন

Kaamya Karthikeyan Scripts History (Photo Credit: X@airnewsalerts)

মুম্বইয়ের নেভি চিল্ড্রেন স্কুলের ১৭ বছরের ছাত্রী কাম্য কার্তিকেয়ন ৭টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করে এক নতুন নজির সৃষ্টি করেছে। গোটা বিশ্বে কাম্য কনিষ্ঠ মহিলা পর্বতারোহী যে আফ্রিকার কিলিমাঞ্জারো, ইউরোপের এলব্রুস, অস্ট্রেলিয়ার কোস্কিউস্কো,দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া, উত্তর আমেরিকার ডেনালি, এশিয়ার এভারেস্ট এবং আন্টার্টিকার ভিনসেন্ট শৃঙ্গ জয় করেছেন। ১৬ বছর বয়সে কাম্য এভারেস্ট অভিযানে সফল হন। তারপর থেকে বাকি শৃঙ্গগুলি জয় করতে শুরু হয় তাঁর অভিযান।  তাঁর এই সাফল্যে ভারতীয় নৌবাহিনী তাঁকে এবং তাঁর বাবা কম্যান্ডার এস কার্তিকেয়নকে অভিনন্দন জানিয়েছেন।শ্রী কার্তিকেয়ন কাম্যর সঙ্গে ভিনসেন্ট পর্বত আরোহন করেন। ২০২১ সালে কাম্য কার্তিকেয়ন রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে সম্মানিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত বেতার অনুষ্ঠানেও কাম্যর কথা উল্লেখ করেন।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now