Heat Wave: গরমে পুড়ছে দেশ, তাপপ্রবাহের জেরে স্কুলে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন পড়ুয়া
সেখানেই এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে। অত্যধিক গরমের জেরেই অসুস্থ হয়ে পড়েছেন তার, প্রাথমিক চিকিৎসার পর এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।
নয়াদিল্লিঃ গরমে ফুটছে গোটা দেশ। রোজ বাড়ছে গরম। তাপপ্রবাহের ( Heat Wave) জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। এ বার তীব্র গরমে স্কুলে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের শেখপুরা জেলার আরিয়ারি থানা সংলগ্ন মানকুল মধ্য বিদ্যালয়ে। বুধবার সকালে সেখানে হঠাৎই অসুস্থ পড়ে ছাত্রীরা। হাতপাখা দিয়ে হাওয়া করে জল দেওয়া হয় তাদের। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে। অত্যধিক গরমের জেরেই অসুস্থ হয়ে পড়েছেন তার, প্রাথমিক চিকিৎসার পর এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।
দেখুন ভিডিয়ো