Haryana Elections 2024: হরিয়ানায় টানটান উত্তেজনায় চলছে ভোট, দুপর সাড়ে ৩টেয় ভোটদানের হার ৫০ শতাংশ ছাড়াল

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে বেশ কিছু জায়গা থেকে উত্তেজনার খবর এল। রোহতাকে ভোটদানের মাঝে বিজেপি-কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে গেল।

Voting. File Picture

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে বেশ কিছু জায়গা থেকে উত্তেজনার খবর এল। রোহতাকে ভোটদানের মাঝে বিজেপি-কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে গেল। বেশ কিছু বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটে অনিয়মের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। প্রথমবার ভোট দিলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শ্যুটার মানু ভাকের। হরিয়ানায় এবার কংগ্রেস প্রার্থী হয়ে লড়ছেন প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে পদক থেকে বঞ্চিত হওয়া কুস্তিগীর বীনেশ ফোগাত।

দুপুর ৩টে অবধি ভোটদানের হার ৪৯.১৩ শতাংশ। সন্ধ্যা ৬টা অবধি হবে ভোটগ্রহণ। তার পরই বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হবে এক্সিট পোল। জম্মু-কাশ্মীর ও হরিয়ানা ভোটে কে জিততে চলেছে তারই পূর্বাভাস থাকবে এক্সিট পোলে। ৮ অক্টোবর, মঙ্গলবার হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভার ফলপ্রকাশ।

ভোট দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মানু ভাকের