Maha Kumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির চাবিওয়ালা বাবা, সব তালা খোলে বাবার ২০ কেজি চাবির কৃপায়!

উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। গঙ্গা, যমুনা, অদৃশ্য সরস্বতীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভের দিকে তাকিয়ে গোটা দুনিয়া।

Chabhi Wale Baba. (Photo Credits: X)

উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। গঙ্গা, যমুনা, অদৃশ্য সরস্বতীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভের দিকে তাকিয়ে গোটা দুনিয়া। আগামী ১৩ জানুয়ারি থেকে যোগী রাজ্যের পূণ্যনগরীতে বসছে কুম্ভমেলার আসর। তার আগে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত, নাগা সন্ন্যাসীরা প্রয়াগরাজে ভিড় করতে শুরু করেছেন। এবারের মহাকুম্ভে নজর কাড়তে চলেছেন 'চাবিওয়ালা বাবা'। হরিশচন্দ্র বিশ্বকর্মা 'কবিরা'নামের এক সন্ন্যাসী প্রয়াগরাজে মহাকুম্ভে এলেন ২০ কেজি সুবিশাল চাবি নিয়ে। মহাকুম্ভে আগত এই চাবিওয়ালা বাবার দাবি, জীবনের যে কোনও সমস্যা যেগুলো তালাবন্দি হয়ে আছে, সেসব খুলে দেবে তার 'চাবি'।

চাবিওয়ালা বাবার মতই নজর কাড়তে চলেছেন ৩২ বছর ধরে স্নান না করা গঙ্গাপুরি মহারাজ। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি।

দেখুন চাবিওয়ালা বাবাকে

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now