Guru Nanak Dev Birth Anniversary: গুরু নানক জয়ন্তীতে গুরুগ্রামে ৭০০ শয্যার সরকারি হাসপাতালের ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর, হাসপাতালের নাম হবে গুরু নানক দেবের নামে

700 Bed government hospital named after Guru Nanak (Photo Credit: X@cmohry)

আজ দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জন্ম জয়ন্তী। গুরু নানক তাঁর বার্তায় শান্তির বাণী রেখেছেন। পথ দেখিয়েছেন অগণিত মানুষকে। জীব সেবার নানান পথ দেখিয়ে তিনি সমাজ কল্যাণেরও এক অনন্ত মহীরুহ হয়ে ওঠেন। তিনি দিক দিগন্তে গিয়ে ‘ইক ওঙ্কার’ (এক ঈশ্বর) এর প্রচার করেন। তিনি যে পথ দেখিয়েছেন, তার সমস্তটাই ধরা রয়েছে তাঁর বাণীতে। এবার মানব সেবাতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেছেন যে গুরুগ্রামে প্রায় ১০০০ কোটি টাকা ব্যয়ে ৭০০ শয্যার একটি সরকারি হাসপাতাল তৈরি করা হবে যার নাম শ্রী গুরু নানক দেব জির নামে রাখা হবে। এর পাশাপাশি হরিয়ানার একটি বিশ্ববিদ্যালয়ে গুরু নানক দেব জির নামে একটি চেয়ারও স্থাপন করা হবে।

গতকাল বিধানসভায়  শ্রী গুরু নানক দেব জির ৫৫৫ তম প্রকাশ পর্বের প্রাক্কালে একটি সরকারী রেজোলিউশন এ মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন।তার এই প্রস্তাব হাউস সর্বসম্মতিক্রমে পাস করেছে ।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now