Ganesh Chaturthi 2023: রাত পেরোলেই গণেশ চতুর্থী, শিল্পীদের স্টুডিওতে ব্যস্ততা শেষ মুহুর্তের (দেখুন ভিডিও)
মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ শিল্পীদের শেষ বেলার কাজে দম ফেলার জো নেই। কারণ আজই মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেবেন গণপতি।
রাত পেরোলেই গণেশ চতুর্থীর উৎসবে মাতবে গোটা দেশ। তারই শেষ মুহুর্তের প্রস্তুতিতে মগ্ন মৃৎ শিল্পীরা। মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ শিল্পীদের শেষ বেলার কাজে দম ফেলার জো নেই। কারণ আজই মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেবেন গণপতি।তাই তুলির শেষ টান শিল্পীর স্টুডিওতে। মৃৎ শিল্পী শিব জানান -
মূর্তি তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া। এতে প্রায় ৫-৬ মাস সময় লাগে। ভাগে ভাগে এই কাজ করা হয়। আমরা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করি।"
#WATCH | Uttar Pradesh | Artisans in Varanasi give the final touch to the idols of Lord Ganesh for the festival of #GaneshChaturthi. The idols will be installed at pandals today. pic.twitter.com/RfeDBhpeMT
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)