Foreign Students Attacked at Gujarat University: গুজরাট বিশ্ববিদ্যালয়ে বহিরাগত জনতার হামলায় আহত ছাত্র, হোস্টেলে ঢুকে ভাংচুর (দেখুন ভিডিও)
হোস্টেল ক্যাম্পাসে রমজানের সময় নামাজ পড়া ও তারাবীহ নিয়ে বিরোধ হয়। বিবাদ বাড়তে থাকলে ছাত্রাবাসেএসে বহিরাগত জনতা তাদের ওপর হামলা চালায়। জনতা শুধু ছাত্রদের মারধর করেনি, হোস্টেলের ঘরে ঢুকে ভাঙচুরও করেছে বলে অভিযোগ।
গুজরাট বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি ছাত্রদের ওপর গতকাল রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা হামলা চালায়। বলা হচ্ছে হোস্টেল ক্যাম্পাসে রমজানের সময় নামাজ পড়া ও তারাবীহ নিয়ে বিরোধ হয়। বিবাদ বাড়তে থাকলে ছাত্রাবাসেএসে বহিরাগত জনতা তাদের ওপর হামলা চালায়। জনতা শুধু ছাত্রদের মারধর করেনি, হোস্টেলের ঘরে ঢুকে ভাঙচুরও করেছে বলে অভিযোগ।আফগানিস্তান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, সিরিয়া ও আফ্রিকান দেশের শিক্ষার্থীরা গুজরাট বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করে। এইঘটনায় তারা সকলেই আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধর ও হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে ছাত্রদের ধর্মীয় স্লোগান দিতেও দেখা যায়।