কংগ্রেস থেকে বিতাড়িত মাকেনকে ক্রস ভোটিংয়ে হারানো সেই বিধায়ক বিজেপি-তে

ক দিন আগেই রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং করায় হরিয়ানার বিধায়ক কুলদীপ বিষ্ণুইকে দল থেকে বহিষ্কার করা কংগ্রেস। আর তারপর হিসেবে মিলিয়ে বিজেপি-র পথে হরিয়ানার প্রভাবশালী রাজনীতিবিদ কুলদীপ।

বিজেপি-র দায়িত্বে আসতে পারেন জেপি নাড্ডা। (Photo Credits: Twitter/BJP4India)

ক দিন আগেই রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং করায় হরিয়ানার বিধায়ক কুলদীপ বিষ্ণুই (Kuldeep Bishnoi)-কে দল থেকে বহিষ্কার করা কংগ্রেস (Congress)। আর তারপর হিসেবে মিলিয়ে বিজেপি-র পথে হরিয়ানার প্রভাবশালী রাজনীতিবিদ কুলদীপ। এদিন তিনি দেখা করলেন বিজেপি-র সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহ-র সঙ্গে। এবার তাঁর পদ্ম শিবিরে যোগ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের অভিজ্ঞ নেতা অজয় মাকেনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরে ক্রস ভোটিং করেছিলেন কুলদীপ। ক্রস ভোট হেরে যান মাকেন। এরপরেই কুলদীপকে বহিষ্কার করে কংগ্রেস। ২০১৯ বিধানসভায় বিজেপি-টিকটক তারকা প্রার্থী সোনালী ফোগাতের বিরুদ্ধে ৩০ হাজার ভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। আরও পড়ুন- দেশবাসীকে বকরি ইদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এর আগে ২০০৭ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল গড়ে বিজেপি-র সঙ্গে জোট করেছিলেন তিনি। পরে আবার কংগ্রেসে ফেরেন।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)