Election Commission of India: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজ,জানাল নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন ২০২৪ সালের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করবে আজ।আজ বিকেল সাড়ে ৩টায় সাংবাদিক সম্মেলন করবে জাতীয় নির্বাচন কমিশন

Photo Credits: Twitter

অবশেষে বেজে গেল মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের দামামা। সংবাদ সংস্থা এ এন আই সূত্রের খবর ভারতের নির্বাচন কমিশন ২০২৪ সালের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করবে আজ।আজ বিকেল সাড়ে ৩টায় সাংবাদিক সম্মেলন করবে জাতীয় নির্বাচন কমিশন।

জম্মু ও কাশ্মীর ও হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। সেই সময় নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছিল ঝাড়খণ্ডে শেষবার ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ভোটপর্ব সমাপ্ত হয়েছিল।তাই সেই সময় বিধানসভার মেয়াদ চার মাস বাকি থাকায় আগাম নির্বাচন করা হচ্ছে না। অন্যদিকে অগস্ট মাসে মহারাষ্ট্রে  প্রচুর বৃষ্টিপাত হয়েছে।তাছাড়াও গণেশ উৎসব, দুর্গোৎসবের মত পরপর সেখানে বেশ কয়েকটি উৎসবও রয়েছে তাই সেই সময় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি।