20 Universities Declared Fake: ভারতের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা UGC'র

ভারতের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল ইউজিসি। বুধবার সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে ইউজিসি।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

ভারতের (India) ২০টি বিশ্ববিদ্যালয়কে (universities) ভুয়ো (fake) বলে ঘোষণা করল ইউজিসি (UGC)। বুধবার সংবাদ সংস্থা পিটিআইয়ে (PTI) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে ইউজিসি।

তাদের দেওয়া কোনও ডিগ্রি (degree) স্বীকৃত নয় বলেও জানানো হয়েছে। ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দিল্লিতে (Delhi) সবথেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে আর তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।