Jal Jeevan Mission Scam: জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ, দুই আধিকারিকের লকার থেকে উদ্ধার সাড়ে ৯ কোটির সোনা

কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। তার তদন্তে দুই আধিকারিকের লকার থেকে উদ্ধার সাড়ে ৯ কোটির সোনা উদ্ধার করল ইডি।

Photo Credits: ED

কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে (Jal Jeevan Mission) দুর্নীতি (scam) করার অভিযোগ উঠেছিল। এর তদন্তে নেমে বুধবার রাজস্থানের সরকারি আধিকারিক ওপি বিশ্বকর্মার (Rajasthan Government official OP Vishwakarma) দুটি ও রাজস্থান অ্যাডমিনিস্টেট্রিভ সার্ভিসেসের আধিকারিক অমিতাভ কৌশিকের (Rajasthan Administrative Services official Amitabh Kaushik) লকারে তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)।

বিশ্বকর্মার দুটি লকার থেকে মোট আট কেজি সোনা (gold), যার বাজারমূল্য ৪ কোটি ৮৪ লক্ষ টাকা ও অমিতাভ কৌশিকের লকার থেকে দেড় কেজি সোনা যার বাজারমূল্য দেড় কোটি টাকা, উদ্ধার হয়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)