Sex For Promotion Case: যৌনতায় তৃপ্তি দিলেই মিলবে পদোন্নতি, কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার নামী ডাক্তার

ডাক্তারের কুকীর্তিতে তোলপাড়। ওডিশার এক মহিলা আয়ুষ (AYUSH) চিকিৎসককে পদোন্নতির (Promotion) জন্য কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন এক চিকিৎসক। ভূবনেশ্বরের পুলিশ সূত্রে খবর, সেই চিকিৎসক যৌনতার বিনিময়ে (One Night Stand) পদোন্নতির প্রতিশ্রুতি দেন এবং তাতে সাড়া না পাওয়ায় অশোভন আচরণ করেন।

Representational Image (Photo Credit: X)

Sex For Promotion Case: ডাক্তারের কুকীর্তিতে তোলপাড়। ওডিশার এক মহিলা আয়ুষ (AYUSH) চিকিৎসককে পদোন্নতির (Promotion) জন্য কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন এক চিকিৎসক। ভূবনেশ্বরের পুলিশ সূত্রে খবর, সেই চিকিৎসক যৌনতার বিনিময়ে (One Night Stand) পদোন্নতির প্রতিশ্রুতি দেন এবং তাতে সাড়া না পাওয়ায় অশোভন আচরণ করেন। এমন অভিযোগের পর ডা. ক্ষমা শেঠি (Kshama Sethi) নামের এক পুরুষ চিকিৎসককে গ্রেফতার করেছে এয়ারফিল্ড থানার পুলিশ। অভিযুক্তের নাম ডা. ক্ষমা শেঠি। অভিযোগ উঠেছে, প্রথমে ওই চিকিৎসক সহকর্মী মহিলা ডাক্তারকে প্রেমের প্রস্তাব দেন এবং তাঁকে স্কুটারে লিফট দেওয়ার সময় অশালীন মন্তব্য ও আচরণ করেন। এমনকি পদন্নতি ও ভাল জায়গায় পোস্টিং দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে যৌনতার প্রস্তাব দেন সেই ডাক্তারকে।

এই অভিযোগ নিয়ে সেই মহিলা চিকিৎসক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ডা. শেঠিকে গ্রেফতার করে। এখন এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু চলেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে এ ধরনের অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement