Diwali 2024: সীমান্তে আলোর উৎসবে মেতে উঠলেন সেনা জওয়ানরা, দেখুন সেই ছবি
আলোর উৎসবে মেতে উঠল ভারতীয় সেনা বাহিনী (Indian Army)। জম্মু কাশ্মীরে ভারতের (India)যে সীমান্ত রয়েছে, সেখানে বুধবার সন্ধে থেকেই সেনা জওয়ানদের উৎসব শুরু হয়ে যায়। বাজি পুড়িয়ে, আলো জ্বালিয়ে দীপাবলি (Diwali 2024) পালন করেন সেনা বাহিনীর সদস্যরা। গোটা দেশ যখন আলোর উৎসবে মেতে উঠতে শুরু করেছে, সেই সময় সীমান্তে অতন্দ্র পাহারায় থাকা জওয়ানরাও নিজেদের মত করে উৎসব পালন শুরু করেছেন।
দেখুন সীমান্তে সেনা বাহিনীর দীপাবলি পালনের মুহূর্ত...