Vistara Flight: মাঝ আকাশে অসুস্থ যাত্রী, দিল্লি-হায়দরাবাদগামী ভিস্তারা বিমানের গতিপথ বদলে জয়পুরে অবতারণ

অসুস্থ যাত্রীকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ফের হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করে ভিস্তারা।

Vistara Flight (Photo Credits: Wikimedia Commons)

মাঝ আকাশ থেকে ফের পরিবর্তন করা হল বিমানের গতিপথ। তবে এবার বোমা হামলার হুমকিতে নয়, বরং মেডিক্যাল ইমার্জেন্সির জন্যে। নয়া দিল্লি (New Delhi) থেকে হায়দরাবাদগামী (Hyderabad) ভিস্তারা বিমানের (Vistara Flight) গতিপথ বদলে পাঠানো হল জয়পুরে (Jaipure)। জানা যাচ্ছে, নয়া দিল্লি থেকে রওনা দেওয়া ভিস্তারা বিমানসংস্থার ফ্লাইট UK829 যখন মাঝ আকাশে তখন চিকিৎসাজনিত জরুরি অবস্থার সৃষ্টি হয়। তৎক্ষণাৎ গন্তব্য বদলে জয়পুর বিমানবন্দরে বিমানের জরুরি অবতারণ করানো হয়। সকাল সাড়ে ৮টা নাগাদ বিমানটি জয়পুর বিমানবন্দরে পৌঁছয়। অসুস্থ যাত্রীকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ফের হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করে ভিস্তারা। বিমানসংস্থার তরফে টুইট করে জানানো হয়, বেলা সাড়ে ১১টার নাগাদ গন্তব্যে পৌঁছবে ভিস্তারা UK829 ফ্লাইটটি।

ভিস্তারায় মেডিক্যাল ইমার্জেন্সি... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now