Delhi: দিল্লিতে রাতেও গরমের রেকর্ড, দিনে যেন তপ্ত কড়াইয়ের তলায় বাস
এপ্রিলের শেষে দিল্লিতে বেশ গরম পড় গিয়েছে। এবার দিল্লিতে দিনের মত রাতেও বেশ গরম পড়ছে। দেশের রাজধানী শহরে আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Delhi Weather Update: এপ্রিলের শেষে দিল্লিতে বেশ গরম পড় গিয়েছে। এবার দিল্লিতে দিনের মত রাতেও বেশ গরম পড়ছে। দেশের রাজধানী শহরে আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশী। গত তিন বছরের মধ্যে দিল্লিতে রাতে এত গরম পড়তে দেখা যায়নি। এদিন, দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৩ থেকে ৩৮ শতাংশ। গত শুক্রবার ঝড়ো হাওয়ার পর ভারী বৃষ্টির পর দিল্লিতে স্বস্তি এসেছিল।
কিন্তু আজ, রবিবার আবার সকাল থেকে প্রচন্ড গরম পড়ে যায়। অনেকেই বলছেন, ভরা গ্রীষ্মে দিল্লিতে থাকা মানে তপ্ত কড়াইয়ের তলায় বাসের যে কথা বলা হয় তা এখন থেকে টের পাওয়া যাচ্ছে। এদিন দিল্লির গরমে চিড়িয়াখানায় হাতিদের ঠান্ডা করতে বারবার স্নান করানো হয়।
দেখুন দিল্লির গরমে হাতিদের স্নান করানোর ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)