Delhi Pollution: 'ভয়াবহ' হচ্ছে দিল্লির দূষণ, পড়শি রাজ্যগুলোকেও ঢেকেছে 'স্মগ'

তবে দিল্লি একা নয়, পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও বাড়ছে দূষণের মাত্রা।

Delhi Pollution: 'ভয়াবহ' হচ্ছে দিল্লির দূষণ, পড়শি রাজ্যগুলোকেও ঢেকেছে 'স্মগ'
Delhi Air Pollution (Photo Credits: ANI)

অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি, দিল্লির বায়ু দূষণ এখনও 'ভয়াবহ' স্তরেই অব্যাহত। ভোরের দিকে রাজধানী শহরের বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (Delhi AQI) থাকে 'অত্যন্ত খারাপ'। দূষণ এবং ধোঁয়ার চাদরে মুড়ে থাকে দিল্লি। এই গ্যাস চেম্বারের মধ্যে দিল্লিবাসীর স্বাস্থ্যের অবনতি ঘটছে মারাত্মম ভাবে। বাড়ছে শ্বাসজনিত রোগ এবং রোগীর সংখ্যা। দিল্লির যে এলাকাগুলোতে দূষণের মাত্রা সবচেয়ে উদ্বেগজনক সেগুলো হল জাহাঙ্গিরপুরী, রোহিণী, পাঞ্জাবী বাগ, ওয়াজিরপুর সহ আরও বেশ কয়েকটি এলাকা। তবে দিল্লি একা নয়, পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও বাড়ছে দূষণের মাত্রা। সূর্যের আলো ফুটতেই বাতাসে চোখে পড়ছে দূষণের চাদর।

দিল্লির দূষণ অব্যাহত...

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দূষণের চাদর... 

পাঞ্জাবের বাতাসের গুণগত মান 'খারাপ'... 

 দূষণের চাদর হরিয়ানায়... 

মুম্বইতেও বাড়ছে দূষণের মাত্রা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement