Delhi Pollution: দিল্লিকে দূষণমুক্ত করতে সচেষ্ট আপ, যমুনার বিষাক্ত ফেনা কাটাতে ছড়ানো হচ্ছে রাসায়নিক স্প্রে

গত কয়েকদিন যাবত যমুনার জলে ভাসতে দেখা যাচ্ছে বিষাক্ত সাদা ফেনা। সামনেই ছট পুজো তার আগের যমুনাকে দূষণমুক্তকে করতে দিল্লি জল বোর্ডের তরফে পদক্ষেপ শুরু হয়েছে।

Chemical Sprays into Yamuna to Dissolve Toxic Foam (Photo Credits: ANI)

মাত্রাতিরিক্ত দূষণে ঢেকেছে রাজধানী দিল্লি (Delhi Pollution)। দীপাবলি আগেই দিল্লির বাতাসের গুণগত মান 'খুব খারাপ'এর পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমন বিষাক্ত পরিবেশে শ্বাস নেওয়া দায় হয়ে উঠেছে। পিডব্লুডি-র (PWD) তরফে যানবাহনের ধুলো দূষণ কমাতে জাতীয় রাজধানীর বিভিন্ন অংশে জল ছড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লির বায়ুদূষণের পাশাপাশি যমুনার (Yamuna River) দূষণ নিয়েও বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন যাবত যমুনার জলে ভাসতে দেখা যাচ্ছে বিষাক্ত সাদা ফেনা। যা স্বাভাবিক ভাবেই ভয় ধরাচ্ছে দিল্লিবাসীকে। সামনেই ছট পুজো তার আগের যমুনাকে দূষণমুক্তকে করতে দিল্লি জল বোর্ডের তরফে পদক্ষেপ শুরু হয়েছে। যমুনায় রাসায়নিক স্প্রে ছড়িয়ে নদীর পৃষ্ঠ থেকে বিষাক্ত ফেনা দ্রবীভূত করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ দীপাবলি-ছট পুজোর আগেই দিল্লির বাতাসের গুণগত মান 'খুব খারাপ', শ্বাসরুদ্ধ অবস্থা, বাড়ছে উদ্বেগ

যমুনাকে দূষণমুক্ত করতে সচেষ্ট দিল্লি সরকার...