Delhi: আজ বিশ্ব জল দিবস, ভবিষ্যতের জল সংরক্ষণে ইন্ডিয়া গেটের শিশু পার্কে উদ্বোধন হল ড্রিপ সেচ ব্যবস্থার
ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভবিষ্যতের জল সংরক্ষণে ইন্ডিয়া গেটের শিশু পার্কে উদ্বোধন হল ড্রিপ সেচ ব্যবস্থার। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন 'বিশ্ব জল দিবস'-এর সম্মানে এই ড্রিপ সেচ ব্যবস্থার উদ্বোধন করলেন।
দিল্লীঃ জলই জীবন। এই সত্যি বদল হয়নি এখনও পর্যন্ত। তবে তাই বলে সবাই যে সচেতন, এমনটাও নয়। আজ বিশ্ব জল দিবস। ১৯৯৩ সালে থেকে প্রতি বছর ২২ মার্চ জল নিয়ে গণসচেতনতা তৈরি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন উদ্যোগ দেখা যায় দেশ বিদেশে। ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভবিষ্যতের জল সংরক্ষণে ইন্ডিয়া গেটের শিশু পার্কে উদ্বোধন হল ড্রিপ সেচ ব্যবস্থার(Drip irrigation system)। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন 'বিশ্ব জল দিবস'-এর সম্মানে এই ড্রিপ সেচ ব্যবস্থার উদ্বোধন করলেন। দেখুন-