Delhi Chief Minister: ভিকে সাক্সেনার প্রস্তাব মেনে ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতীশি মারলেনা, জানাল আম আদমি পার্টি

আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টি (আপ)-র পরিষদীয় নেত্রী অতিশী।অতীশির পাশাপাশি অন্যান্য নেতারাও মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানানো হয়েছে আম আদমি পার্টি-র তরফে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছিল দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার তরফে শনিবার শপথ গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছিল। তাকেই মান্যতা দিয়েছে দল।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। তাঁর সঙ্গেই ভিকে  সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী।

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)