Delhi Assembly Election 2025: দিল্লিতে গেরুয়া ঝড়ের আভাস, দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমাচ্ছেন কর্মী সমর্থকরা (দেখুন বিডিও

BJP supporters gather outside the party's office (Photo Credit: X@ANI)

রাজধানীর বাতাসে গেরুয়া ঝড়ের পূর্বাভাস। সেই খবর কানে যেতেই দিল্লির সদর দফতরে ভিড় জমাতে শুরু করলেন বিজেপি সমর্থকরা। আপাতত যা ট্রেন্ড তাতে পদ্মশিবিরই সরকার গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ২৭ বছর পরে বিজেপির দিল্লির গদিতে প্রত্যাবর্তনে অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে উঠছে কংগ্রেস!

আপ ও কংগ্রেসের মধ্যে জোট না হওয়ায় ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল ধরে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, কংগ্রেস হয়তো জোট বাঁধবে আপের সঙ্গে। কিন্তু খোদ কেজরিই এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।’ শেষপর্যন্ত তাই হয়। আপ একা লড়ার সিদ্ধান্ত নেয়। একই সম্ভাবনা তৈরি হয়েছিল হরিয়ানাতেও। সেখানেও ঝাড়ু শিবির ও হাত শিবিরের জোট বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তারা আলাদা আলাদা করেই লড়ে ভোটে। আর সেক্ষেত্রে বহু কেন্দ্রে কংগ্রেসের ভোট কেটে নেয় আপ। দিল্লিতে এবার হাত শিবির সেভাবেই ‘বদলা’ নিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now