Delhi Air Pollution: দিওয়ালির মুখে আরও খারাপ দিল্লির দূষণের মাত্রা, শ্বাস নেওয়া দায়

দূষণের ধোঁয়ায় ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার সাত সকালে দিল্লির আনন্দ বিহার, অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় চোখে পড়ল ধোঁয়ার চাদর।

Delhi Air Pollution (Photo Credits: ANI)

দিওয়ালি (Diwali 2024) আসতে হাতে আর কটা মাত্রই দিন। তবে রাজধানী দিল্লির আবহাওয়ায় কোন উন্নতি নেই। দূষণের ধোঁয়ায় ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার সাত সকালে দিল্লির আনন্দ বিহার, অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় চোখে পড়ল ধোঁয়ার চাদর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের (CPCB) রিপোর্ট অনুসারে আনন্দ বিহারে এদিনের বাতাসের গুণগত মান কমে গিয়ে হয়েছে ৩৫৭, যা 'খুব খারাপ'-এর পর্যায়ে পড়ে। অক্ষরধাম মন্দির এলাকার বাতাসের গুণগত মানও একই পর্যায়ে দাঁড়িয়ে। যমুনা নদীর (Yamuna River) দূষণও অব্যাহত। বিষাক্ত সাদা ফেনা ভেসে বেরাচ্ছে নদী জুড়ে। দিওয়ালি মুখে রাজধানীর দূষণের মাত্রা যে হারে চড়চড়িয়ে বাড়তে তাতে দিল্লিবাসীর চিন্তাও বাড়ছে। পরিবেশবিদদের আশঙ্কা, এইভাবেই চলতে  দিল্লির বাতাসে শ্বাস নেওয়া দায় হয়ে উঠবে।

দূষণের চাদরে ঢেকেছে অক্ষরধাম মন্দির এলাকা... 

অক্ষরধাম মন্দির এলাকা জুড়ে ধোঁয়ার চাদর... 

জমুনায় ভাসছে ফেনা...