Delhi Air Pollution: দিল্লির দূষণ পরিস্থিতি গুরুতর, ধোঁয়াশায় মুখ ঢেকেছে সূর্য, যমুনার জলও অস্পষ্ট

Delhi Air (Photo Credit: ANI/X)

মঙ্গলবার সকালে ধোঁয়াশায় প্রায় ঢেকে গেল দিল্লি (Delhi)। রাজধানী শহর মঙ্গল সকালে ধোঁয়াশায় (Smog) মুখ ঢেকে ফেলে। দূষণের মাত্রা অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে খবর। ফলে রাস্তাঘাটের পাশাপাশি যমুনা নদীর (Yamuna River) উপরও ঘন ধোঁয়াশার আস্তরণ চোখে পড়তে থাকে। মঙ্গলবার সকালে যমুনা নদীর উপর যে পুরনো যমুনা সেতু রয়েছে, তার স্পষ্ট ছবিও মিলছে না। যমুনা নদীর উপরে থাকা সেতুও বায়ু দূষণের জেরে মুখ ঢেকেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, দিল্লির বায়ু দূষণের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রায় প্রত্যেকবার গরম শেষে শীতের শুরুতে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বাড়তে শুরু করে। দিল্লির বাতাসের অবস্থা ক্রমশ খারাপ হয়। এবারও তার অন্যথা হয়নি।

দেখুন বায়ু দূষণের জেরে কী পরিস্থিতি দিল্লির...