Cyclonic Circulation Alert By IMD: বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের ভ্রুকুটি, ফের ঘূর্ণাবর্তের সতর্কতা আইএমডির

IMD Prediction Weather Photo Credit: Twitter@airnews_kolkata

র পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর। নতুন করে নিম্নচাপের আশঙ্কার কথা জানিয়েছে তাঁরা! আবহাওয়ার আপডেটে মৌসম ভবন জানাচ্ছে, মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। নতুন পূর্বাভাসে আই এম ডি জানিয়েছে ১৪ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপ কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, বাঁকুড়া (পশ্চিমবঙ্গ) থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, জামশেদপুর (ঝাড়খণ্ড) থেকে ২২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং রাঁচি (ঝাড়খণ্ড) থেকে ৩২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত হয়েছে ।এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যার জন্যে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ শুক্রবার থেকেই নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে। যার প্রভাবে মেঘলা আকাশ চলছে সকাল থেকেই। বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ ও আগামীকাল।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif