Cyclone Dana: ডানার ভয়ে কাঁপছে ওড়িশা, পুরীর জনশূণ্য সৈকতে বেরোচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল কাকড়া

Small Crab In Puri Sea Beach (Photo Credit: X)

ঘূর্ণিঝড় (Cyclone) ডানার (Dana) আতঙ্কে কাঁপছে ওড়িশা (Odisha) এবং পশ্চিমবঙ্গ (West Bengal)। ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধর্মা বন্দরের মাঝে আছড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ডানা আছড়ে পড়ার আগে পুরী থেকে পর্যটকদের সরানোর কাজ শুরু হয়েছে। ফলে পুরীর সৈকত কার্যত জনশূণ্য হয়ে পড়েছে। জনশূণ্য সৈকতে এবার দেখা যাচ্ছে অজস্র লাল কাকড়া। পর্যটক ন থাকায় লাল কাকড়ায় ভরে যেতে শুরু করে পুরীর সৈকত। বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক সেই ভিডিয়ো শেয়ার করেন।

আরও পড়ুন: Cyclone Dana: ভিতরকণিকা পার্ক এবং ধর্মা বন্দরের মাঝে আছড়ে পড়বে ডানা, জানাচ্ছে হাওয়া অফিস

দেখুন পুরীর সৈকত ভরে যেতে শুরু করেছে লাল কাকড়ায়...