দুবাই থেকে হায়দরাবাদে অভিনব কায়দায় সোনা পাচারের সময় ধৃত ব্যক্তি, দেখুন ভিডিয়ো
রবিবার ট্রলি ব্যাগের চাকার স্ক্রু ও রডের মধ্যে করে দুবাই থেকে হায়দরাবাদে সোনা পাচার করার সময় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল একজন পুরুষ যাত্রী।
প্রায়শই বিদেশ থেকে ভারতে বেআইনিভাবে সোনা আনার চেষ্টা করে অনেক মানুষ। যাদের মধ্যে বেশিরভাগেই ধরা পড়ে বিভিন্ন এয়ারপোর্টে। রবিবার ট্রলি ব্যাগের চাকার স্ক্রু ও রডের (screws and rods of trolley wheels) মধ্যে করে দুবাই (Dubai) থেকে হায়দরাবাদে (Hyderabad) সোনা (gold) পাচার করার সময় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (RGIA) ধরা পড়ল একজন পুরুষ যাত্রী (male passenger )। হায়দরাবাদ বিমানবন্দর কাস্টমস দফতরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির ট্রলি (trolley) ব্যাগটি স্ক্যান করতেই সোনা পাচারের পুরো অভিনব ছকটি ধরা পড়ে যায়। ধৃতের কাছ থেকে মোট ৪৫৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত হয়েছে।
দেখুন ভিডিয়ো: