Rahul Gandhi: শরীর খারাপ, রাঁচিতে INDIA-র মহা সমাবেশে থাকছেন না রাহুল গান্ধী
শরীর খারাপ হয়ে যাওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাঁচির ইন্ডিয়ার সমাবেশে থাকতে পারছেন না। আজ, রবিবার দলের কোনও সভাতেই যেতে পারেননি রাহুল।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটু পরেই দেশের বিরোধী দলগুলির জোট INDIA-র মহাসমাবেশ হতে চলেছে। জেলে যাওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের ডাকে 'ন্যায় উলগুলান মহার্যালি' শীর্ষক ইন্ডিয়া (INDIA) জোটের মহাসমাবেশে মল্লিকার্জন খাড়গে থেকে শরদ পাওয়ার, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিরা উপস্থিত থাকছেন। কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাঁচির ইন্ডিয়ার সমাবেশে থাকতে পারছেন না। আজ, রবিবার দলের কোনও সভাতেই যেতে পারেননি রাহুল। অত্যধিক গরমে তাঁর শরীর খারাপ হয়েছে বলে সূত্রের খবর।
রাঁচির ইন্ডিয়ার মহা সমাবেশে তৃণমূলের (TMC) প্রতিনিধি হাজির থাকবেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। এর আগে দিল্লির ইন্ডিয়ার সমাবেশে তৃণমূল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন ও সাগরিকা ঘোষ।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)