Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, রাজভবনে সোমবারই শপথ

রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগের জেরে স্ট্য়ালিন তার ক্যাবিনেটে রদবদল ঘটালেন, আনলেন নতুন মুখ। মহিলাদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় ভি.সেন্থিলবালাজি-কে।

Chief Minister MK Stalin (Photo Credits: FB)

Tamil Nadu: আর বছরখানেক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগের জেরে মুখ্যমন্ত্রী স্ট্য়ালিন তার ক্যাবিনেটে রদবদল ঘটালেন, আনলেন নতুন মুখ। আর্থিক তছরুপের অভিযোগে জেলে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন  ভি.সেন্থিল বালাজি। সেন্থিলবালাজি রাজ্যের বিদ্যুত, শুল্ক দফতর সালাতেন।

অন্যদিকে, রাজ্যের মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর তীব্র বিতর্কে পদত্যাগ করেন রাজ্যের বন ও খাদিমন্ত্রী কে.পোনমুদি। এই গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর বদলে  আনা হল পাদমানাভাপুরামের বিধায়ক মানো থঙ্গরাজ-কে। মন্ত্রী এসএ শিবশঙ্করকে রাজ্যের বিদ্যুত দফতর সামলানোর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। মন্ত্রী আর এস রাজকান্নাপ্পান এখন থেকে বন ও খাদি দফতরের মন্ত্রক সামলাবেন।  তামিলনাড়ুর শুল্ক মন্ত্রী হচ্ছেন এস মুত্তুস্বামী। আগামিকাল, সোমবার ২৮ এপ্রিল চেন্নাইয়ে রাজভবনে নতুন মন্ত্রীরা শপথ নেবেন।

তামিলনাড়ুর মন্ত্রিসভায় বড় রদবদল

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement