Chinese Manjha Banned In Tamil Nadu: কাঁচ ও চাইনিজ মাঞ্জা সুতো তৈরি, মজুত ও কেনাবেচা বন্ধ হল তামিলনাড়ুতে , জারি নির্দেশিকা (দেখুন টুইট)

জাতীয় পরিবেশ আদালতের চেয়ারম্যান, বিচারপতি স্বতন্ত্র কুমারের ডিভিশন বেঞ্চ প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছিল। নির্দেশে বলা হয়েছিল, দেশে ওই মাঞ্জা সুতো তৈরি, মজুত ও কেনাবেচা বন্ধ করতে হবে।

Chinese Manjha banned Photo Credit: Twitter@ANI

কয়েক বছর ধরেই কলকাতার রাস্তায়, বিশেষত উড়ালপুলগুলিতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। তাই এই রাজ্যে সিন্থেটিক সুতোর রমরমা রুখতে রীতিমত নির্দেশিকা জারি করা হয়েছিল।বিশ্বকর্মা পুজোর আগে চলেছে ধরপাকড়ও ।একের পর এক দুর্ঘটনা ঘটায় ২০১৬ সালের ১৪ ডিসেম্বর জাতীয় পরিবেশ আদালত দেশ জুড়ে চিনা মাঞ্জা নিষিদ্ধ করেছিল। জাতীয় পরিবেশ আদালতের চেয়ারম্যান, বিচারপতি স্বতন্ত্র কুমারের ডিভিশন বেঞ্চ প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছিল। নির্দেশে বলা হয়েছিল, দেশে ওই মাঞ্জা সুতো তৈরি, মজুত ও কেনাবেচা বন্ধ করতে হবে। সেই নির্দেশ মোতাবেক এবার বাংলার পাশাপাশি নাইলন বা সিন্থটিক সুতোর ব্যবহার বন্ধ করতে নির্দেশিকা জারি করল তামিলনাড়ু প্রশাসনও। তামিলনাড়ু সরকারের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কাঁচ বা চাইনিজ মাঞ্জার সঙ্গে মিশিয়ে তৈরি করা নাইলন সুতোর উত্পাদন, বিক্রয় এবং সংরক্ষণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকার। দেখুন সেই নির্দেশিকা