Dilip Ghosh:'আমাদের সেনারা যোগ্য জবাব দেবে' সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
এরপর আর পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, প্রয়োজনমতো কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে।
নয়াদিল্লিঃ সংঘর্ষবিরতি লঙ্ঘন (Ceasefire Violations)করে নির্বিচারে সীমান্তে (Border)গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা (Pakistan Army)। পাল্টা জবাব দিয়েছে ভারত (India)। এরপর আর পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, প্রয়োজনমতো কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। এই আবহে ভারত-পাক সংঘাত প্রসঙ্গে বিজেপি নেতার দিলীপ ঘোষ কী বলছেন? একটি বিশেষ সাক্ষাৎকারে দিলীপ বলেন, "আগামীতে যেকোনও সন্ত্রাস যুদ্ধ বলে বিবেচিত হবে। সত্যিই এবার অ্যাকশন নেওয়ার সময় এসে গিয়েছে। আমাদের সেনারা শক্তিশালী ও পারদর্শী। আমার বিশ্বাস যোগ্য জবাব দিতে ছাড়বেন না তাঁরা।" প্রসঙ্গত, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেরিতে হলেও জীবনের নতুন ইনিংস শুরু করেছেন স্বইচ্ছায়। বিজেপি যুব মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন তিনি।
সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)