G20 Summit: ভারতে আসছেন পুতিন! ইঙ্গিত রাশিয়ান শেরপার
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামায় পশ্চিমী দুনিয়ায় কোণঠাসা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামায় পশ্চিমী দুনিয়ায় কোণঠাসা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধে নামার পর থেকে পুতিন দেশের বাইরে যাচ্ছেন না। তবে আগামী বছর সেপ্টেম্বরে ভারতে হতে চলা জি-২০ সম্মেলনে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন হাজির থাকতে পারেন।
পুতিন ঘনিষ্ঠ তথা রাশিয়ার শেরপা শ্বেতলানা লুকেশ জানালেন, " আমি আশা করব পুতিন দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তবে এখনও দিল্লির সম্মেলনে এক বছরের মত দূরে। এখন থেকেই পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয় পুতিন আসবেন কি না। তবে আমার মনে হয়, তিনি ভারতে আসবেন।"
দেখুন টুইট