Bhagabad Gita To Be Taught NCERT Textbook: পড়ানো হবে ভগবত গীতা, সিদ্ধান্ত কেন্দ্রের

Bhagavad Gita (Photo Credit: Twitter)

এবার NCERT-র পাঠ্য বইয়ে পড়ানো হবে ভগবত গীতা (Bhagabad Gita)। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে পড়ানো হবে শ্রীমদ ভগবত গীতা। পাশাপাশি নবম এবং দশম শ্রেণিতে ভগবত গীতার যে সংস্কৃত শ্লোক রয়েছে, তা পড়ানো হবে। সোমবার লোকসভায় এমনই জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, ইন্ডিয়ান নলেজ সিসটেম ডিভিশনে এবার থেকে শ্রীমদ ভগবত গীতা পড়ানো হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে যেমন পাঠ্যবইয়ে আলোকপাত করা হয়, তেমনি এবার ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রত্যেকের মনে গেঁথে দিতে ভগবত গীতা পড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কবে থেকে NCERT-র পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হবে ভগবত গীতাকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Bhagavad Gita: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে পড়ানো হবে ভগবত গীতা, সিদ্ধান্ত গুজরাট সরকারের