Human Excreta In Water Tank: দলিত কলোনির সরকারি পানীয় জলের ট্যাঙ্কে মলত্যাগের অভিযোগ, তদন্ত শুরু CB-CID'র
২০২২ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলার একটি দলিত কলোনির সরকারি পানীয় জলের ট্যাঙ্কে মানুষের মল পাওয়া যায়। এই ঘটনা নিয়ে সেই সময় ওই এলাকাতে প্রচুর গণ্ডগোল হয়েছিল।
২০২২ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ুর (Tamil Nadu) পুডুকোট্টাই জেলার (Pudukottai dist) একটি দলিত কলোনির (Dalit colony) সরকারি পানীয় জলের ট্যাঙ্কে (drinking water tank) মানুষের মল (human excreta) পাওয়া যায়। এই ঘটনা নিয়ে সেই সময় ওই এলাকাতে প্রচুর গণ্ডগোল হয়েছিল। যার জেরে বেশ কয়েকদিন খবরের শিরোনামেও ছিল ওই এলাকার নাম। স্থানীয় পুলিশ আধিকারিকরা এই ঘটনায় তদন্তও শুরু করেছিলেন। কিন্তু, এই বিষয় নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পর তদন্তভার তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ুর CB-CID'র হাতে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)