IPL Auction 2025 Live

Mayawati: ভোটে জিতলে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি মায়াবতীর

গত লোকসভার মত আর এবার আর অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়েননি বিএসপি প্রধান মায়াবতী। ইন্ডিয়া জোটে না গিয়ে মায়াবতী যে বিজেপিকে সুবিধা করে দিয়েছেন তা সবাই মানছেন।

Photo Credits: ANI

গত লোকসভার মত আর এবার আর অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়েননি বিএসপি প্রধান মায়াবতী। ইন্ডিয়া জোটে না গিয়ে মায়াবতী যে বিজেপিকে সুবিধা করে দিয়েছেন তা সবাই মানছেন। এবার বিএসপি-কে খুব বেশী প্রচারও করতে দেখা যাচ্ছে না। বিজেপি-র প্রধান দল হিসেবে ইউপি-তে কার্যত একাই জমি ধরে রাখছে অখিলেশের সমাজবাদী পার্টি। এরই মধ্যে নির্বাচনী প্রচারে বেরিয়ে মুজাফরনগরে দাঁড়িয়ে মায়াবতী ঘোষণা করলেন, কেন্দ্র তাঁর দলের সরকার প্রতিষ্ঠা হলে, পশ্চিম উত্তর প্রদেশ-কে নিয়ে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হবে।

মিরাট, মথুরা, মোরাবাদ, হাথরাস, নয়ডা (গৌতম বুদ্ধ নগর), মুজাফরগনগর, ফিরোজাবাদ, আগ্রা, আলিগড় সহ বেশ কিছু জেলা পশ্চিম ইউপি-র অন্তর্গত। ইউপি-র মুখ্যমন্ত্রী থাকাকালীনও মায়াবতী জানিয়ে ছিলেন, ইউপি-কে ভেঙে তিনি তিনটি রাজ্য করতে চান। পৃথক বুন্দেলাখণ্ডের দাবিও মায়াবতী গত কয়েক বছরে বারবার করেছেন।

দেখুন ভিডিয়ো

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)