Bombay High Court on Love Jihad: নারী-পুরুষ সম্পর্কের কোনও ধর্মীয় দৃষ্টিকোণ থাকতে পারে না, জানাল বম্বে হাইকোর্ট
বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি ও বিচারপতি অভয় ওয়াঘওয়াসের ডিভিশন বেঞ্চ এক মুসলিম মহিলা, তাঁর বাবা-মা ও বোনকে আগাম জামিন দেওয়ার সময় একই পর্যবেক্ষণ দেন।
সম্প্রতি বম্বে হাইকোর্ট 'লাভ জিহাদ' সংক্রান্ত একটি মামলার শুনানিতে বলেছে, সম্পর্কের সঙ্গে যুক্ত কোনও মেয়ে ও ছেলে যেহেতু ভিন্ন ধর্মের, তাই এই মামলাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় না। বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি ও বিচারপতি অভয় ওয়াঘওয়াসের ডিভিশন বেঞ্চ এক মুসলিম মহিলা, তাঁর বাবা-মা ও বোনকে আগাম জামিন দেওয়ার সময় একই পর্যবেক্ষণ দেন। ঔরঙ্গাবাদের বিশেষ আদালত আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়ায় ওই মহিলা ও তাঁর পরিবারের আবেদনের শুনানি হয়। ওই যুবকের অভিযোগ, ওই মহিলা ও তাঁর পরিবারের লোকজন তাঁকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছেন। এমনকি তাঁর উপর জোর করে খতনাও করানো হয় বলে অভিযোগ। এছাড়াও, যুক্তি দেওয়া হয়েছিল যে এই মামলায় "লাভ জিহাদ" কোণ রয়েছে, কারণ তিনি মহিলার পরিবারের পক্ষে কিছু আর্থিক লেনদেন করতে বাধ্য হয়েছিলেন। আর একটি দাবি করা হয়েছে, জাতপাতের নামে তাঁকে হেনস্থা করা হয়েছে।
দেখুন পোস্ট