Blue Dart Renamed Service: দেশের নাম বিতর্কের মাঝে বড় পরিবর্তন ব্লু ডার্টে! ব্লু প্লাস বদলে গেল ভারত প্লাসে
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ভারত প্লাস নাম রাখার আগে তারা এই ব্যাপারে বিস্তারিত গবেষণা করেছে। গবেষণার ফল থেকে কোম্পানি নিশ্চিত ভারত প্লাস নাম নিয়ে প্রিমিয়াম সার্ভিসের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।
দেশের নাম কি হবে ? ভারত নাকি ইন্ডিয়া সেই বিতর্কের মাঝেই বেসরকারি বিখ্যাত লজিস্টিক কোম্পানি ব্লু ডার্ট তাদের একটি পরিষেবার (Blue Dart special service) নাম বদলে রাখল ‘ভারত প্লাস’ (Bharat Plus)। ব্লু ডার্টের প্রিমিয়াম সার্ভিসটির নাম ছিল ব্লু প্লাস। কোম্পানি সেটারই নাম রাখল ভারত প্লাস। এই মর্মে ব্লু ডার্ট সংস্থা শেয়ার বাজার এবং কোম্পানি ল’ বোর্ডকে প্রয়োজনীয় তথ্য দিয়েছে।
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ভারত প্লাস নাম রাখার আগে তারা এই ব্যাপারে বিস্তারিত গবেষণা করেছে। গবেষণার ফল থেকে কোম্পানি নিশ্চিত ভারত প্লাস নাম নিয়ে প্রিমিয়াম সার্ভিসের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।দেশের নাম বিতর্ক শুরুর পর ব্লু ডার্ট হল প্রথম বেসরকারি সংস্থা যারা একটি পরিষেবার নাম ভারত রাখল।