Bihar: বর্ষার বন্যায় ভাসছে বিহার, বরযাত্রী নিয়ে নৌকা চেপে বিয়ে করতে চললেন বর

নৌকা চেপেই প্রত্যন্ত এলাকাগুলোতে চলাচল করছে স্থানীয়রা। তাই এবার নৌকা চড়ে বিয়ে করতে চললেন বর। নৌকা করেই কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দল বরযাত্রী।

Bihar Groom uses Boat his Wedding (Photo Credits: X)

বর্ষার ভারী বৃষ্টিতে প্রায় এক প্রকার জলের তোলার বিহারের (Bihar) বিস্তীর্ণ এলাকা। গ্রামাঞ্চল গুলোর অবস্থা আরও দুর্বিষহ। টানা প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে। চলাচলের জন্যে হাঁটা তো দূর গাড়িও ব্যবহার করা যাচ্ছে না। জলমগ্ন এলাকায় যাতায়াতের একমাত্র উপায় নৌকা। নৌকা চেপেই প্রত্যন্ত এলাকাগুলোতে চলাচল করছে স্থানীয়রা। তাই এবার নৌকা চড়ে বিয়ে করতে চললেন বর। নৌকা করেই কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দল বরযাত্রী। সোমবার ভারী বৃষ্টিতে বিহারের মধুবনী জেলার কোসি নদী  জল বিপদসীমা পার করে ভাসিয়েছে বিস্তীর্ণ এলাকা। তাই মঙ্গলবার মাধেপুরে নৌকায় চেপেই বিয়ে করতে চললেন হবু বর।

দেখুন...