Bihar Elections 2025: ২১ বছর বয়সে বিধানসভা ভোটে প্রার্থী, প্রচারে শুধু চাকরির কথাই বলছেন কংগ্রেসের 'কচি নেতা'

ভোট দিচ্ছেন মাত্র বছর তিনেক হল। তারই মধ্যে একেবারে বিধানসভায় প্রার্থী! এমনটাই হল কংগ্রেসের ২১ বছরের নেতা নীতীশ কুমারের ক্ষেত্রে। বিহারের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে সীতামাহরি জেলার বাথনাহা থেকে লড়ছেন ২১ বছরের নীতীশ কুমার।

At 21, Naveen Kumar Becomes Youngest Assembly Candidate. (Photo Credits:X)

Bihar Elections 2025: ভোট দিচ্ছেন মাত্র বছর তিনেক হল। তারই মধ্যে একেবারে বিধানসভায় প্রার্থী! এমনটাই হল কংগ্রেসের ২১ বছরের নেতা নবীন কুমারের ক্ষেত্রে।  সীতামাহরি জেলার বাথনাহা থেকে লড়ছেন ২১ বছরের নবীন কুমার। তিনিই বিহারের সর্বকনিষ্ঠ প্রার্থী (Bihar's Youngest Legislative Candidate)। চুল না পাকলে রাজনীতি করা যায় না, এই মিথ ভেঙে ভালই দৌড়চ্ছেন নবীন। নামের মতই তিনি রাজনীতিতে নবীন হতে পারেন, তবে কাজের বিচারে বাকিদের টেক্কা দেন। বিহারের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটেরাহুল গান্ধীর আদর্শেই তার রাজনীতিতে আসা বলে জানিয়েছেন নবীন। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী এই কেন্দ্রের বিধায়ক অনিল কুমার। ৩৭ বছরের অনিলকে হারাতে এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে চাকরি আর রোজগারের কথা বলছেন ২১ বছরের এই কংগ্রেস প্রার্থী। জেলার কাউন্সিল সদস্য হিসাবে ভাল কাজ করার পর দলের সুনজরে আসেন তারপর কঠিন কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করা. দল। গতবার এই আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ৫৪ শতাংশ ভোট পেয়ে একতরফা জয় পেয়েছিলেন। গত তিনটি বিধানসভা ভোটে এখান থেকে জিতে আসছে বিজেপিই। কংগ্রেস এখানে শেষবার জেতে ১৯৮৫ সালে।

ভোটপ্রচারে ২১ বছরের কংগ্রেস প্রার্থী

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement