Bengaluru: অনলাইন জুয়ায় টাকা হারিয়ে নিজের অপহরণের ছক, বেঙ্গালুরুতে গ্রেফতার হোস্টেল ওয়ার্ডেন

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

অনলাইন জুয়ায় লক্ষ লক্ষ টাকা হারিয়ে নিজের অপহরণের ফন্দি আটলেন ২৪ বছর বয়সী এক হোস্টেল ওয়ার্ডেন। অনলাইন জুয়ায় টাকা হারিয়ে দ্রুত অর্থ উপার্জনের জন্য তিনি আরও তিন সহযোগীর সঙ্গে নিজের অপহরণের ষড়যন্ত্র করেছিলেন৷ তিন সহযোগীর সাহায্যে হাতে দড়ি বেঁধে, মাথায় টমেটোর সস ঢেলে একটি ছবি ক্লিক করে এবং তার 'কিডন্যাপ'টিকে সত্যি দেখাতে তাঁর কাকিমার কাছে পাঠায়। টাইমস অফ ইন্ডিয়ার (TOI)-এর একটি প্রতিবেদন অনুসারে, পরিকল্পনাটি প্রাথমিকভাবে কাজ করেছিল। তাঁর কাকিমা অপহরণের কথা  বিশ্বাস করে তার মুক্তির জন্য তার অ্যাকাউন্টে ২৭০০০ টাকা জমা দিয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা হলনা। টাকা পেয়ে একটি ঘরে যখন তারা সেই টাকায় ফূর্তি করছিল সেই সময় পুলিশ এসে চারজনকেই গ্রেফতার করে।