Asian Games 2023: ফের শুটিং থেকে পদক জিতল ভারত, এবার মহিলাদের দলগত ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জয় পলক ঈশাদের
ফের শুটিং-এ সাফল্য পেল ভারত। এশা, দিব্যা ও পলকের ত্রয়ী ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপোর পদক জিতেছেন।
ছেলেদের পর এবার মেয়েরা, ১০ মিটার এয়ার পিস্তল মহিলা দলের ইভেন্টে দলগত ১৭৩১ স্কোর করে রুপোর পদক জিতল ভারত। মাত্র ৫ পয়েন্ট এগিয়ে ১৭৩৬ করে সোনা জিতেছে চিনের মহিলা দল। দলগত ইভেন্টে ভারতীয় দলে ছিলেন পলক, ইশা সিং এবং দিব্যা সুব্বারাজু থাদিগোল। এছাড়া ব্যক্তিগত ইভেন্টের বাছাইপর্বে ইশা পঞ্চম এবং পলক সপ্তম স্থানে রয়েছেন। তাই ইশা ও পলক জুটি ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করেছে।দেখা যাক আরো পদক ভারতের ঝুলিতে আসে কিনা-
🥈🇮🇳 𝗕𝗨𝗟𝗟𝗦𝗘𝗬𝗘 𝗕𝗥𝗜𝗟𝗟𝗜𝗔𝗡𝗖𝗘! Congratulations to the trio of Palak, Esha Singh and Divya TS on securing Silver in the Women's 10m Air Pistol event.
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)