Asian Games 2023: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত শ্যুটিং ইভেন্টে সোনা পলকের, রুপো জিতল ইশা সিং
ফাইনালে এক নম্বর জায়গাটা প্রথম থেকেই ধরে রেখেছিলেন ১৭ বছরের ফরিদাবাদের মেয়ে পলক।।২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসে রেকর্ড করে জিতলেন সোনা আর অন্যদিকে গগন নারাংয়ের ছাত্রী হায়দরাবাদের এষা এই রুপোর সঙ্গে জিতে ফেললেন এ বারের এশিয়ান গেমসে মোট চারটে পদক।
এশিয়ান গেমসের মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দশজনের মধ্যে ছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ব়্যান্সিং জিয়াং। কিন্তু তাঁকে পর্যন্ত ছিটকে দিলেন ভারতীয় মহিলা শ্যুটার পলক আর এষা। সকালে দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টে নামতে গেলে যে মানসিক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়েই লড়াইয়ে নেমেছিলেন পলক ও এষা। ব্যক্তিগত ইভেন্টে মোট ২৪টা শট নিতে হয়। ১০টা শটের পর শুরু হয়ে যায় এলিমিনেশন রাউন্ড।ঠান্ডা মাথা ও প্রতি শটের জন্য আলাদা করে ভাবনাই সাফল্য এনে দিয়েছে পলক আর এষাকে।
ফাইনালে এক নম্বর জায়গাটা প্রথম থেকেই ধরে রেখেছিলেন ১৭ বছরের ফরিদাবাদের মেয়ে পলক গুলিয়া।।২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসে রেকর্ড করে জিতলেন সোনা আর অন্যদিকে গগন নারাংয়ের ছাত্রী হায়দরাবাদের এষা এই রুপোর সঙ্গে জিতে ফেললেন এ বারের এশিয়ান গেমসে মোট চারটে পদক।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)