Asia Cup 2023: ১৫ বছর পর পাকিস্তানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ফিরলেন ভারতে (দেখুন ভিডিও)

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে এত দিন পাকিস্তানে যাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি। ১৫ বছর পরে সে দেশে ঘুরে এলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

BCCI President Roger Binny with Rajiv Shukla & Jay Shah (Photo Credit: Himanshu Pareek/ X)

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে এত দিন পাকিস্তানে যাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি। ১৫ বছর পরে সে দেশে ঘুরে এলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।সোমবার কড়া সুরক্ষা বন্দোবস্তের মধ্যে দিয়ে  স্থলপথে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। পাকিস্তানে পৌঁছে সরাসরি লাহোরে পার্ল কন্টিনেন্টাল হোটেলে ছিলেন ভারতীয় প্রতিনিধিরা।  আজ আবার ওয়াঘা সীমান্ত দিয়েই দেশে ফিরলেন তারা। দলে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিন্নী ও সহ-সভাপতি রাজীব শুক্ল। তবে বোর্ড সচিব জয় শাহ যাননি পাকিস্তানে। দেখুন সেই ছবি-