Anupam Kher: গান্ধী নয়, ৫০০ টাকার নোটে ছাপা অনুপম খেরের ছবি, হতবাক অভিনেতা কী বললেন?

নোটবন্দি হওয়া ৫০০ টাকার জাল নোট ছাপানো হয়। আর তা গান্ধীজি নয়, বরং অভিনেতা অনুপম খেরের ছবি দিয়ে ছাপানো হয়। গুজরাটের আহমেদাবাদের ঘটনা শেয়ার করেছেন খোদ অভিনেতা।

Anupam Kher’s Photo on Fake Currency Notes (Photo Credits: X)

গান্ধীজির বদলে ৫০০ টাকার নোটে জ্বলজ্বল করছে বলিউড অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) ছবি। অভিনেতার ছবি লাগানো জাল নোট দিয়ে সোনা কিনতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক। নোটবন্দি হওয়া ৫০০ টাকার জাল নোট ছাপানো হয়। আর তা গান্ধীজি নয়, বরং অভিনেতা অনুপম খেরের ছবি দিয়ে ছাপানো হয়। গুজরাটের আহমেদাবাদের  ঘটনা শেয়ার করেছেন খোদ অভিনেতা। ভাইরাল ভিডিয়োতে দেখ যাচ্ছে, সারি দিয়ে সাজানো রয়েছে ৫০০ টাকার বান্ডিল। আর তাতে গান্ধী নয়, জ্বলজ্বল করতে অনুপম খেরের ছবি। টাকার বান্ডিলের উপর লাগানো 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার' লেবেল। তবে 'স্টেট'এর বদলে লেখা 'স্টার্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'। সেই ভিডিয়ো শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন, 'এটা আবার কি! ৫০০ টাকার নোট গান্ধীজি বদলে আমার ছবি? সব কিছুই সম্ভব'।

৫০০ টাকার নোটে অনুপম খের...