Andhra Pradesh: কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে খুঁটিতে বেঁধে বেধড়ক পেটালেন স্থানীয়রা
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠতেই মারমুখী রূপ নেয় এলাকাবাসী। কিশোরীর চিৎকারের জেরে ওই ব্যক্তির ধর্ষণের চেষ্টা পন্ডুল হয়ে যায়।
কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল স্থানীয়রা। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নান্দিয়ালা-আভুকু মন্ডলের কাশিপুরম গ্রামের ঘটনা। সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠতেই মারমুখী রূপ নেয় এলাকাবাসী। কিশোরীর চিৎকারের জেরে ওই ব্যক্তির ধর্ষণের চেষ্টা পন্ডুল হয়ে যায়। চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্ত দাসাইয়াকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এরপর মেয়েটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নারী নিরাপত্তা এবং শিশুদের সুরক্ষার জন্যে প্রশাসনের কাছে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের হাতে বেধড়ক মার খেলেন অভিযুক্ত...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)