Anant-Radhika: প্রতি রবিবার 'ক্যাফে মহীশূর' থেকে খাবার আসে আন্টিলিয়ায়, রেস্তোরাঁর প্রবীণ মালিককে দেখে কী বললেন অনন্ত-রাধিকা

'ক্যাফে মহীশূর'এর বর্ষীয়ান মালিকের সঙ্গে পরিচয় করতে এগিয়ে আসেন আম্বানি পুত্রবধূ। তাঁর হাত ধরে বলেন, 'প্রতি রবিবার আপনাদের খাবার আমরা বাড়িতে আনিয়ে খাওয়াদাওয়া করি'।

Anant-Radhika greet Mysore Cafe owner (Photo Credits: Instagram)

মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে তিন দিন ব্যাপী চলেছে বিশ্বের অন্যতম ধনী শিল্পপতী মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান (Anant-Radhika Wedding)। দেশ বিদেশ থেকে নামীদামী ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন আম্বানিদের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে। অতিথি হিসাবে পৌঁছে গিয়েছিলেন মহীশূর ক্যাফের (Cafe Mysore) মালিক নরেশ নায়েকের মা শান্তরি নায়েক। ছেলের আগে এই 'ক্যাফে মহীশূর' নিজের মালিক ছিলেন শান্তরি। পরবর্তীকালে ছেলের হাতে ক্যাফের দায়িত্ব তুলে দেন তিনি। ১৪ এপ্রিল অনন্ত-রাধিকার প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানে তাঁকে দেখা মাত্রই উচ্ছ্বাসের সঙ্গে স্ত্রী রাধিকাকে ডাকেন অনন্ত (Anant Ambani)। পরিচয় করান শান্তরির সঙ্গে। 'ক্যাফে মহীশূর'এর বর্ষীয়ান মালিকের সঙ্গে পরিচয় করতে এগিয়ে আসেন আম্বানি পুত্রবধূ। তাঁর হাত ধরে বলেন, 'প্রতি রবিবার আপনাদের খাবার আমরা বাড়িতে আনিয়ে খাওয়াদাওয়া করি'। শান্তরিকে ধন্যবাদও জানান নবদম্পতি।

আরও পড়ুনঃ আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর ব্যাগ হাতে অক্ষয়, কেন নিজের 'পার্স' বহন করছেন না! সমালোচনার মুখে টুইঙ্কেল

দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now