Pune Road Accident: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিক-আপ টেম্পো সজোরে ধাক্কা মারল গাড়ি, দুর্ঘটনায় হতাহত অনেকে
বুধবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুনের জেজুরি-মোরগাঁও সড়কের ওপরে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিক-আপ টেম্পো নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি যাত্রীবাহী সুইফট ডিজায়ার গাড়ি সজোরে ধাক্কা মারে।
বুধবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুনের (Pune Road Accident) জেজুরি-মোরগাঁও সড়কের ওপরে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিক-আপ টেম্পো নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি যাত্রীবাহী সুইফট ডিজায়ার গাড়ি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটেছে শ্রীরাম ধাবা এলাকায়। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ১৩ জন। তাঁদের স্থানীয় বাসিন্দা ও পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাবার সামনে মালভর্তি ওই ট্যাম্পোটি দাঁড় করিয়ে খেতে যাচ্ছিলেন চালক, খালাসিরা। সেই সময় পুনে থেকে মোরগাঁওগামী একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। আর সেই ধাক্কায় উল্টে যায় গাড়িটি। আর তাতে চাপা পড়ে মৃত্যু হয় ধাবায় খেতে আসা মানুষদের। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)